খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪
  ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প

ঝিনাইদহ আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, গতবছর ২০২২ সালের ১৩ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন অনুষ্ঠানের ৫ মাস পরে সংসদ-সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে স্বাক্ষর করেন।

প্রাপ্ত তথ্য মতে, সভাপতি ও সম্পাদকসহ ৭৫ সদস্যর কমিটির ৭৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। সহসভাপতির একটি ও উপপ্রচার সম্পাদকের পদ শূন্য রাখা হয়েছে। অন্তত ১৫ জন সাবেক ছাত্র নেতা নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া বেশিরভাগ সদস্য ২০১৫ সালে গঠিত জেলা কমিটিতে ছিলেন। পুরাতনদের মধ্যে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশীদ।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাদের ওপর আস্থা রেখেছেন তারাই জেলা কমিটিতে স্থান পেয়েছে। তরুণ নেতৃত্বকে সুযোগ দিয়েছেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!