খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

ঝিনাইদহে ৭দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন, সভাপতি নাসরিন বেগম, সাধারণ সম্পাদক জামির হোসেন, শিক্ষক নেতা তাইফুর রহমান, আবু সেলিম, কামরুজ্জামান লিটন, সুমাইয়া বেগম, আফরোজা পারভীন, কামরুন্নাহার, হাসানুজ্জামান, রকিবুজ্জামান, আব্দুল মতিনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা, মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের টিপিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি পেশ করেন তারা।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!