ঝিনাইদহে র্যাবের অভিযানে কিশোর গ্যাং এর হাতে চাঞ্চল্যকর হুসাইন হত্যা মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে শহরের আদর্শপাড়া এলাকা থেকে হুসাইন হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান জিহাদী (১৯) এবং তার ভাই মামলার অপর আসামি মেহেদী হাসান (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। আসমিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুসাইন হত্যার ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
উল্লেখ, গত ২ মার্চ ঝিনাইদহের সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে ওয়াজ-মাহফিলে গিয়ে একে অপরের সাথে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হুসাইন (১৮) নামে এক কিশোর নিহত হয়। এই ঘটনায় ফিরোজ (২০) ও জুলফিকার (১৮) নামে আরও দুইজন আহত হয়।
সেই রাতে ওয়াজ মাহফিল উপলক্ষে গ্রাম্য মেলাতে ঘুরতে আসে তিন বন্ধু। একই সময় জিহাদী নামে এক কিশোরের সাথে হুসাইনের ধাক্কা লাগে। এই সামান্য ধাক্কা লাগার বিষয়টি নিয়ে তারা তুমুল বাক-বিতন্ডতায় জড়িয়ে। এক পর্যায়ে অন্যান্য সহযোগীসহ প্রধান আসামি জিহাদী তাদের তিনজনকে বেপরোয়াভাবে ছুরিকাঘাত করে জখম করে।
স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । এরপর গত ৩ মার্চ ভোর রাতে আহত হুসাইন মারা যায়।
এ ঘটনায় হুসাইনের পিতা মনিরুল ইসলাম বাদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলে ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহের একটি দল তদন্ত শুরু করে এবং হত্যা মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আসামিদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএ