খুলনা, বাংলাদেশ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই: স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ
  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা
  ১১৮ বারের মত পেছালো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই দুইজন ও চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত তিন জন প্রাণ হারিয়েছেন।

ঘটনাস্থলেই নিহত দু’জন হলেন— বিধান কুমার রায় (১৭) ও রাজারাম বাবু। নিহত দু’জন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মারা যান সামাউল ইসলাম (১৯)। সামাউল মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুরের ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দ্রুতগতির এক ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন চার জন। আহতদের মধ্যে সামাউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ফতেপুর ইউপি চেয়ারম্যান শেখ মো. গোলাম হায়দার বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দাফন-কাফনের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে দুর্ঘটনায় মোটরসাইকলে আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চার জন। আহত চারজনকে কোঁটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!