খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

ঝিনাইদহে শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তিতে আমজনতা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদাহ

ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ বিক্ষোভে যানচলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েছে আমজনতা।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে পরিবহন শ্রমিকরা ঝিনাইদহ শহরে সড়ক অবরোধ করেন।

জানা যায়, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ওয়ালিয়ার রহমানকে খাঁনকে শহরের আরাপপুর জমতলা এলাকায় একদল দুর্বৃত্তরা পিটিয়ে জখম করে। এ কথা ছড়িয়ে পড়লে সাধারণ শ্রমিকরা ঘটনা স্থলে আসে এবং সাথে সাথে মিছিল করে সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে।

ওলিয়ারের সমর্থকরা শহরের আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহ ও বাসটার্মিনাল এলাকায় রাস্তার উপরে গাড়ি রেখে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। ফলে যাত্রীরা চরম ভোগান্তি ও বিপাকে পড়ে।

পরে ঝিনাইদহ সদর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনার পর থেকে ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাস কাউন্টার এলাকা ও শ্রমিক অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!