ঝিনাইদহ কালীগঞ্জের মোচিক কলোনি থেকে স্মৃতি আক্তার (২২) নামে প্রবাসীর স্ত্রী ও শিশু পুত্র তাহসিন হোসেন (০৩) গতকাল সকাল থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ স্মৃতি আক্তার কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছোট মেয়ে। নিখোঁজ স্মৃতির স্বামী ও শিশু পুত্র তাহসিন হোসেনর পিতা নাঈম শিকদার বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন।
এ ব্যপারে স্মৃতি আক্তারের পিতা আনোয়ার হোসেন জানান, আমার মেয়ে স্মৃতি ও তার শিশু পুত্র নিয়ে গতকাল (১১ই মার্চ) শুক্রবার সকাল ৮টা দিকে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য তার বাড়ি (মোচিক কলোনি) থেকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আসে।
সকাল সাড়ে ৮টার পর মধুমতি পরিবহনে চড়ে তার শ্বশুর বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নে চরনারানদিয়া গ্রামে যাওয়ার উদ্দেশ্য করে রওনা দেয়। গতকাল সকাল ১১টা ২০মিনিটের সময় স্মৃতির ভাই সেলিম রেজা তার মোবাইলে ফোনে কল দিয়ে কথা বলে জানতে চান কোন পর্যন্ত পোঁছাইছে। উত্তরে ছোটবোন স্মৃতি আক্তার জানান, ফরিদপুর জেলার মাইজকান্দি নামক বাসস্ট্যান্ডে নেমেছি, সেখান থেকে বোয়ালমারী বাজারে যাবার জন্য অন্য একটি যাত্রীবাসে যাচ্ছি।
এরপর স্মৃতি আক্তাতের কাছে থাকা একটি মোবাইলে দুটি নম্বরে কল করি, কিন্তু বন্ধ পায়, যার নং দুটি হল-০১৬১২৬৫৫৬০১/ ০১৭৭০৩৩৬৪২৫।
ফোন বন্ধ থাকায় স্মৃতি আক্তারের ভাই সেলিম রেজা গতকাল শুক্রবার দুপুরের পর তার শ্বাশুড়ি নাসিমা বেগমের মোবাইল নম্বরে কল করে জানতে চায় স্মৃতি ও তার শিশু পুত্র পৌঁছাইছে কিনা। তখন তার শ্বাশুড়ি জবাব দেন, তারা এখনো আসেনি।
দুপুর গড়িয়ে রাত হলেও স্মৃতি আক্তারের শ্বশুর বাড়ি আসেনি এমন কথা জানায় শ্বাশুড়ি নাসিমা বেগম।
নিখোঁজের পিতা আনোয়ার হোসেন আরো বলেন, গত ২০/২২ দিন আগে ছোট মেয়ে স্মৃতি আক্তার, তার শিশু পুত্র ও শ্বাশুড়ি নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসেন। তার শ্বাশুড়ি তিনদিন থেকে চলে যায় আর মেয়ে ও নাতি তাহসান আমার বাড়িতে থাকে। গত দুই-তিন দিন আগে মেয়ের শ্বাশুড়ি ফোন করে তাদের বাড়ি যাওয়ার জন্য। তার ন্যায় আমরা শুক্রবার বাড়ি থেকে যাওয়ার জন্য বিদায় দিই।
এ ব্যপারে নিখোঁজ স্মৃতির ভাই সেলিম রেজা জানান, সে তার বোন স্মৃতির শ্বশুর বাড়ির এলাকাজুড়ে খোজ-খবর করছেন। আলফাডাঙ্গা এলাকায় বিভিন্ন বাজার, গ্রাম ও আত্মীয় স্বজন বাড়িতে খোঁজখবর নিচ্ছেন কিন্তু কোথাও বোন স্মৃতি আক্তার ও শিশু পুত্র তাহসান নামে ভাগ্নের সন্ধান পাচ্ছেন না।
এদিকে স্মৃতি আক্তারের পিতা আনোয়ার হোসেন আজ শনিবার (১২ই মার্চ) কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে স্মৃতি আক্তার ও তার শিশু পুত্র তাহসান হোসেন নিখোঁজ নিয়ে একটি সাধারণ ডায়েরীর আবেদন করেছে। সাধারণ ডায়েরী নম্বর-৬১৫।
এ ব্যপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মতলেবুর রহমান বলেন, আমরা একটি লিখিত নিখোঁজ বিষয় নিয়ে সাধারণ ডায়েরীর আবেদন পেয়েছি। তদন্তের জন্য এস,আই সুধন চন্দ্র কে দায়িত্ব দিয়েছি। নিখোঁজদের উদ্ধার করার জন্য চেষ্টা করছি।
খুলনা গেজেট/কেএ