ঝিনাইদহের কালীগঞ্জে লেগুনা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক গুরুতর আহত হয়েছে। কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের মূল গেটের একশ’ ফুট উত্তর পাশে কালীগঞ্জ ফায়ার স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকেরা জানান তাদের বাড়ি যশোর জেলায়।
প্রত্যাক্ষদর্শীদের তথ্যমতে, আজ বুধবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে এক মোটরসাইকেল তিন যুবক ছিলেন, পথিমধ্যে ঘটনাস্থানে আসলে এক দ্রুত গতির লেগুনা গাড়ির সাথে সংঘর্ষে তারা সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদসহ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ যুবকের পা ভেঙে গেছে। তারা গুরুতর আহত হয়েছে। ঘাতক লেগুনার ড্রাইভার পালিয়েছে। দুর্ঘটনায় পতিত হওয়া মোটরসাইকেল ভেঙে গেছে এবং সেটা উদ্ধার করে ফায়ার স্টেশনে রাখা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই