খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

ঝিনাইদহে র‌্যাবের হাতে অপহরণকারী গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী সাজেদুর রহমান(২৫), পিতা- ইসমাইল হোসেন, সাং- বালিয়াঘাট, থানা- গাংনী, জেলা-মেহেরপুর বলে জানা যায়।

আজ (৩০ মে) সোমবার বিকেলে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিকটিমসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

অপহরণকারী আসামি একজন বিবাহিত পুরুষ হবার সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই নাবালিকা মেয়েটিকে তার স্কুল ও কোচিং এ যাওয়ার সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। এই ঘটনায় ভিকটিম এর মাতা ঝিনাইদহ জেলার সদর থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে। উক্ত মামলার ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেপ্তার ও অপহৃত নাবালিকাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। ২৯ মে বিকেলে বসত বাড়ির সামনে থেকে ভিকটিমকে অপহরণকারী আসামী সাজেদুর রহমান(২৫) জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে ঝিনাইদহ জেলার সদর থানার হস্তান্তর করা হয়েছে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!