খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ঝিনাইদহে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির স্মারকলিপি 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে বিএনপি।

আজ ২২শে মার্চ মঙ্গলবার দুপুরে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিমের হাতে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র আহবায়কঃ এ্যাডঃ এস.এম মশিয়ুর রহমান, সদস্য-সচিবঃ এ্যাডঃ এমএ মজিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ জাকারিয়া মিলন, বর্তমান সভাপতি এ্যাড. রবিউল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড.শামসুজ্জামান লাকীসহ অন্যান্যরা।

স্মারক লিপি প্রদান শেষে বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি রোধে সরকার ব্যবস্থা নিলেও বাজারে তার কোন প্রভাব পড়েনি। যে যার মতো দাম বাড়িয়ে পন্য কেনাবেচা করছে। কোন কিছুই সরকারের নিয়ন্ত্রনে নেই। আজ দেশের অবস্থা খুবই ভয়াবহ। মানুষের হাতে টাকা নেই। দেনায় জর্জরিত গ্রাম শহরের মানুষ। বিএনপি নেতারা বলেন, দাম বৃদ্ধির এই নজীরবিহীন ও অস্বাভাবিক প্রতিযোগিতা চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!