খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

ঝিনাইদহে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, বাড়ি-দোকান ভাঙচুর

গেজেট ডেস্ক 

ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া বাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে করে বিএনপির ২ পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি বাড়িঘর ও দোকান। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে নারিকেলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

এতে স্থানীয় মনির হোসেন, মুরাদ মিয়া, নার্গিস বেগম, তুষার, জিল্লু কাজী, মুশারেফ মোল্লা, টোকন মোল্লার বাড়িসহ উভয়পক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত হন ২ জন।

পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর থেকে নারিকেলবাড়িয়া বাজারের পাশে, বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। যেকোনো সময় আবারও বড় সহিংসতার ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদুর রহমান ও ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহাক আলী মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের পর এ বিরোধ আরো বড় আকার ধারণ করে। এরই জের ধরে বেশ কয়েকদিন ধরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক চলছিল।

পরে ইসাহাক আলীর লোকজন সুবিদুরের সমর্থকদের বাড়িতে হামলা চালান। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেন, শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। ভাঙচুর করা হয় উভয়পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও দোকানপাট।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এদিকে ইসাহাক আলী মোল্লার সমর্থক ক্ষতিগ্রস্ত একটি বাড়ির গৃহকর্ত্রী নার্গিস বেগম বলেন, ছোট বাচ্চা নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। সেসময় ভোরে লোকজন এসে অতর্কিত ঘর ভাঙতে থাকে। বাক্সসহ অনেক আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আরো কয়েকজন প্রতিবেশীর ঘর ভাঙা হয়েছে।

এদিকে সুবিদুর রহমানের সমর্থক মনির হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী স্থানীয় কিছু বিএনপি কর্মীদের নিয়ে বিনা উসকানিতে আমাদের লোকজনের ওপর হামলা করে বাড়িঘর ভাঙচুর করে। আমাদের কথা ছিল, যারা এতদিন বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করতো এখন তাদের নিয়ে কেন চলতে হবে। কিন্তু প্রতিপক্ষের সমর্থকরা কোনো কথাই শুনতে চায়নি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!