খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

ঝিনাইদহে নৌকা ৩, স্বতন্ত্র ১

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ভরাডুবি হয়েছে নৌকার মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির। এই আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তিনি ১ লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৫২ ভোট। রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানানো হয়।

বেসরকারী ফলাফলে দেখা যায়, ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতীক নিয়ে ৭৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ-৩ আসনে ৫৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ১৭৯ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে ৯৬ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতীক নিয়ে ৫৭ হাজার ১০০ ভোট পেয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!