ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে আকমল খাঁ নামের এক ব্যক্তি তার ভাগ্নের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খুলুমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকমল খাঁ রাজবাড়ীর পাংশা উপজেলার কেয়াগ্রামের মৃত ইয়াসমিন খাঁর ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মামা আকমল খাঁর সঙ্গে ভাগ্নে ইউনুস আলীর মায়ের পাওনা জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আকমল পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া থেকে নৌকা করে খুলুমবাড়ি বাজারে আসলে সেখানে ভাগ্নে ইউনুসের সঙ্গে দেখা হয়। এ সময় তারা নিজদের মধ্যে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়ে পড়েন। একপর্যায়ে আকমলের গলায় গামছা দিয়ে ভাগ্নে ইউনুস জোরে টান দিলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন আকমল।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনা শুনেছি এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে