ঝিনাইদহে র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সোমবার বিকাল ৪টার দিকে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বিল্লাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। বিল্লাল জেলার হরিণাকুন্ডু থানার চাদপুর এলাকার মৃত মসলেম মন্ডলের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন চাদপুর এলাকায় হরিণাকুন্ডু থানার জিআর মামলা নং- ১১৪/১২, সাজা দেড় বছর এবং হরিণাকুন্ডু থানার জিআর মামলা নং-১২১/১৩, সাজা ৮ মাস এর সাজাপ্রাপ্ত আসামী বিল্লালকে গ্রেফতার করা হয়। তার নামে বিভিন্ন থানায় মাদকসহ ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় তাকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এনএম