ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজারে ইন্জিনচালিত তিন চাকার আলমসাধু ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ২জন আহত হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লুকমান (৭০) কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নের খোশালপুর গ্রামে। একই গ্রামের আহত বাবু মিয়া (২৬) ও রিমন হোসেন (১২)।
নিহতের পরিবার বলছে, নিহত ও আহত ৩ জন কৃষক তাদের জমিতে উৎপাদিত সবজি বিক্রয়ের উদ্দেশ্যে আলমসাধু যোগে পাশ্ববর্তী বারিনগর ( সাতমাইল) বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর পেট্রোল পাম্পের সন্নিকটে পৌঁছাতে পিছন দিক থেকে একটি ঘাতক ট্রাক সজোরে আঘাত করে পালিয়ে যায়।
এলাকার সাধারণ মানুষ আহত যাত্রীদের উদ্ধার করে বারোবাজার গরীব শাহ ক্লিনিকে নিলে লুকমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। আহত ২ জনের মধ্যে ২৬ বছরের যুবক বাবু বারোবাজারে চিকিৎসা নিচ্ছেন। ১২ বছর বয়সের রিমনের অবস্থা গুরুতর হবার কারণে তাঁকে যশোর শহরের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/ এস আই