ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশসহ জেলায় নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫২১ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ। শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক নবচিত্র ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি শাহিন আক্তার পলাশ গত ১২ আগস্ট করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে বাসা চিকিৎসাধীন ছিলেন।
গত ২৩ শে আগস্ট কুষ্টিয়া ল্যাবে তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে বুধবার সকালে সাংবাদিক পলাশের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৮ জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন, শৈলকুপা উপজেলায় ১০ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাঁদপুর উপজেলায় ২ জন রয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম জানান, জেলায় আক্রান্ত ১৫২১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯২৮ জন। বুধবার পর্যন্ত ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি আছেন। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী জেলায় ২১ জনের লাশ দাফন করেছে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি।
খুলনা গেজেট/এমআর