ঝিনাইদহে হাট ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। বার বার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অজুহাতে বুধবার (২৬ জুলাই) সকাল থেকে তারা এ কর্মসূচি দেন। এতে করে হাজারো সাধারণ ক্রেতা পড়েছেন চরম বিপাকে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে জটিলতা আরো বাড়বে বলে জানিয়েছে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা নতুন হাটখোলায় অভিযান চালান। এসময় তারা দুটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে। সেসময় আশপাশের ব্যবসায়ীরা বিচারকদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাতে ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (২৬ জুলাই) সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন হাট ব্যবসায়ীরা।
নতুন হাটখোলা বাজার কমিটির সভাপতি আব্দুর গফুর জানান, ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে চাল ব্যবসায়ী আরিফ ও পাখি ব্যবসায়ী অন্তর। তাই ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।পৌরসভার মেয়রের সঙ্গে মিটিং হবে দেখা যাক কি হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোকাল মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টু জানান, আমি বর্তমানে ঢাকায় আছি। জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আশা করি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।
খুলনা গেজেট/কেডি