ঝিনাইদহের শৈলকূপার গাড়াগঞ্জ এলাকায় সুমনা মেডিকেল ষ্টোরে আমদানী ও বিক্রয় নিষিদ্ধ ভেজাল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ অভিযান পরিচালনার মাধ্যমে জব্দ করেছে র্যাব-৬। সোমবার (০৩ আগস্ট) এ অভিযান চালায় র্যাব।
র্যাব-৬ সূত্র জানিয়েছেন, শৈলকূপার গাড়াগঞ্জ এলাকার সুমনা মেডিকেল ষ্টোর থেকে বিপুল পরিমান আমদানী ও বিক্রয় নিষিদ্ধ ভেজাল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষুধ জব্দ করা হয়। র্যাবের সাথে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল পরিচালিত ভ্রাম্যমান আদালতে সুমনা মেডিকেল ষ্টোরের মালিক মোঃ কুদরত হোসেন (৫৭) কে দুই লাখ টাকা জরিমানা করে। কুদরত ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জের মোকারম হোসেনের ছেলে।
সুত্রটি জানান, সারাবিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারন করায় জ্বর, ঠান্ডা, কাশি, গলাব্যাথার ঔষধের চাহিদা বাজারে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এধরনের নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক ধরনের অসাধু ব্যাবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ বাজারে সরবরাহ ও বিক্রয় করছে। এধরণের তথ্যেরভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার, ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালিয়েছেন।
খুলনা গেজেট/এআইএন