ঝিনাইদহের শৈলকুপার চাঞ্চল্যকর মেহেদী হাসান স্বপন হত্যা মামলার অন্যতম আসামিকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটক মোঃ আসাদ আলী(২৫) হত্যা মামলার প্রধান আসামি ও হত্যার মূল পরিকল্পনাকারী।
আটক আসাদ ঝিনাইদহের শৈলকুপা থানার সারুটিয়া এলাকার মোঃ পান্নু মুন্সীর ছেলে ও ভিকটিম মেহেদী হাসান স্বপন এর চাচাতো ভাই।
জানা যায়, পারিবারিক, সামাজিক ও জমিজমা সংক্রান্তে দ্বন্দ্ব থাকায় মেহেদী হাসান স্বপনকে হত্যা করা হয়।
র্যাবের পাঠানো তথ্যে জানা যায়, গত ২১ জানুয়ারি রাত ১০টার দিকে সারুটিয়া তালতলা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ভিকটিম মেহেদী। বের হয়ে সারুটিয়া তালতলা ব্রীজের দক্ষিণে জাফর এর চায়ের দোকানের পূর্ব পাশে পৌছলে আসামি মোঃ আসাদ আলী অন্যান্য আসামিদের সহযোগীতায় পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় ও অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মেহেদী হাসান স্বপনকে গুরুতর জখম করে।
পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শৈলকুপা থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দ তৎপরতা শুরু করে।
তদন্ত অনুযায়ী মৃত মেহেদী হাসান স্বপন এর হত্যা মামলার আসামিদের মধ্যে অন্যতম প্রধান আসামি ও হত্যার মূল পরিকল্পনাকারী মোঃ আসাদ আলী কে চিহ্নিত করে র্যাব।
এরই ধারাবাহিকতায় রবিবার (২৩ জানুয়ারি) র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আসামি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন সারুটিয়া এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ বিকাল সাড়ে পাঁচটায় অভিযান পরিচালনা করে আসাদ আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।