খুলনা, বাংলাদেশ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২৯ জুন, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস
  প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বড় আপার মৃত্যু

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা বেগম জান্নাত আরা চৌধুরী লোটন ওরফে বড় আপা (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)।শুক্রবার ভোর রাত ৩ টায় ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। আছর নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রী এবং অভিভাবকদের কাছে আসল নামের বাহিরে সারা জীবন বড় আপা হিসেবে পরিচিত ছিলেন অধিক। তিনি শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রয়াত আমিনুজ্জামান কামরুল এঁর সহধর্মিনী ছিলেন। তিনি মহেশপুর উপজেলার সুন্দরপুরের জমিদার ডা.জাফর চৌধুরীর কন্যা। শহীদ মশিয়ুর রহমান সরকারি ডিগ্রী কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ পাভেল চৌধুরীর চাচাতো বড় বোন।চাকুরি জীবনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তিনি দুইবার দেশ সেরা প্রধান শিক্ষিকা মনোনীত হন।

ইউনিসেফ কর্তৃক মান সম্মত শিক্ষার উপর বিদেশে ট্রেনিং প্রাপ্ত ছিলেন। তিনি পাইলট গার্লসের ছাত্রীও ছিলেন। দক্ষ যোগ্য জনপ্রিয় এবং কঠোর মনোভাবাপন্ন ছাত্রীবান্ধব হেডমিস্ট্রেস হিসেবে তাঁর আমলে অত্র অঞ্চলে সুখ্যাতি ছিল। এক পুত্র এবং এক কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর জীবদ্দশায় তাঁর কনিষ্ঠ সন্তান একমাত্র পুত্র ইমন অকাল মৃত্যুবরণ করেন। তার কন্যা লিজা শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, ধার্মিক ভদ্র মহিলা ছিলেন। ঝিকরগাছা জাগরণী আওয়ার স্কুলের উপদেষ্টা তিনি। অত্র অঞ্চলের মানুষের কাছে নারী শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!