খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় তরুণ নিহত

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মামুন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইন্দ্রা (১৮) আহত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বেনেয়ালী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চত করেছেন ঝিকরগাছা থানার এসআই নজরুল ইসলাম। তবে, তিনি ট্রাকটি সম্পর্কে কিছুই বলতে পারেননি।

স্থানীয়রা জানায়, মামুন ও তার বন্ধু ইন্দ্রা (১৮) রাতে বেনাপোল থেকে মোটরসাইকেলযোগে ঝিকরগাছার দিকে আসছিলেন। ইন্দ্রা মোটরসাইকেলটি চালাচ্ছিল, পেছনে বসে ছিল মামুন। তারা ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী এলাকায় পৌছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মামুন মারা যায় এবং ইন্দ্রা গুরুতর আহত হয়।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত মামুন এবার এসএসসি পাশ করেছে। তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য অভিভাবকরা আবেদন করেছেন। নিহত মামুন ঝিকরগাছা পৌর এলাকার পুরন্দরপুর চৌধুরীপাড়ার মিজানুর রহমানের ছেলে। ইন্দ্রা একই এলাকার আলমের ছেলে। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!