ঝিকরগাছা উপজেলায় গত ৫ দিনে ২০জন করোনাভাইরাস শনাক্তের ফলাফল পাওয়া গেছে। আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ১৭৯ জন করোনা রোগী শনাক্ত হলো।
গত আড়াই মাসে ঝিকরগাছা উপজেলায় ৭৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে। এদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকার, জনপ্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, ছাত্রনেতা, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশিদুল আলম জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ জনের। আজ বৃহস্পতিবারের ফলাফলে ঝিকরগাছায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের তালিকায় রয়েছে, ঝিকরগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডে বাসিন্দা কলিম হোসেন (৫২), ৫নং ওয়ার্ডে জেসমিন আখতার (৫১) ও ঝিকরগাছা হাসপাতালের ফিরোজুল ইসলাম (৪০) কোভিড-১৯ আক্রান্ত। গত ৫ দিনের ফলাফলে দেখা গেছে, ১৫ তারিখ ৬জন, ১৭ তারিখ ৭জন, ১৮ তারিখ ৪জন, ২০ তারিখ ৩জন। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১২৫ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন কিন্তু ঝিকরগাছা হাসপাতাল আইসোলেশনে কেউ ভর্তি নেই।
আরএমও বলেন, মানুষের মাঝে করোনা ভীতি নেই বললেই চলে। তাছাড়া সামাজিক দূরত্ব কেউ বজায় রাখছে না যার কারণে সংক্রমিতদের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকলে যার যার অবস্থান থেকে সচেতন হয়ে সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই জরুরী।
খুলনা গেজেট/নাফি