ঝিকরগাছায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনই গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি রয়েছেন বলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশিদুল আলম নিশ্চিত করেছেন। শুক্রবার একদিনে ১২ জনের করোনা ভাইরাস শনাক্তের ফলাফল পাওয়া গেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ১৯১ জন করোনা রোগী শনাক্ত হলো।
নতুন শনাক্তদের তালিকায় রয়েছে, রাহেলা বেগম (৪২), জাহানারা আখতার (২৯), হাবিবুর রহমান (৬১), মোঃ আল আমিন (৩৩), মোঃ ফেরদৌস আল মামুন (২৩), হাসান উল্লাহ (৩৩), হাফিজুর রহমান (৩৫), এ.কে ফজলুল হক (৩৭), রওশন আহসান মাহিন (২৬), মোঃ রফিকুল ইসলাম (২৭), জাবেদা বেগম (৫৪) ও মোঃ সাইফুল ইসলাম (২৫) । এরা প্রত্যেকে ঝিকরগাছা গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি রয়েছেন।
আরএমও জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১২৫ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন এবং আজকের ১২ জন ঝিকরগাছা কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি রয়েছেন।
খুলনা গেজেট / এমআর