খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

ঝিকরগাছায় এসিল্যান্ডকে ধাক্কা দেয়া মোটরমালিক ধরাছোঁয়ার বাইরে

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় কর্তব্যরত এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসানকে ধাক্কাদিয়ে পালিয়ে যাওয়া একই রেজিষ্ট্রেশন নাম্বারের (যশোর-ল-১১-২৩৩৫) দুটি পালসার মোটরসাইকেল দীর্ঘদিন আগে উদ্ধার হলেও তার মালিক ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পরপরই জড়িত দুই ব্যক্তিকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছিলেন। কিন্তু একই নাম্বারের দুটি মোটরসাইকেলের মালিক সনাক্ত হলেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে আটক করেনি।

জানাগেছে, চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া ঝিকরগাছার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ডা.কাজী নাজিব হাসান গত ২৯মার্চ ২০২০ বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী নামকস্থানে নাম্বারবিহীন মোটরসাইকেল, লাইসেন্স বিহীন চালক, মাক্স ব্যবহার নিশ্চিত করনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন।

সেসময় দ্রুত গতির মোটরসাইকেলটির চালক মোটরসাইকেলের গতি না কমিয়ে (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসানকে সজোরে ধাক্কা দেয়। এসময় এসিল্যান্ড মাটিতে লুটিয়ে পড়ে এবং মারাত্বক আহত হন। স্থানীয় প্রশাসন দ্রুত তাকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনায় তার ডান পায়ের বেশ কয়েকটি স্থান ভেঙ্গে যায় এবং কলারবোন আঘাতপ্রাপ্ত হয়।

যশোর পঙ্গু হাসপাতালে এসিল্যান্ডের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে আহত এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসানকে ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী শাহাজালাল বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৪, তাং-৩০/০৩/২০২০ ইং।

মামলার বর্তমান তদন্তকারী অফিসার ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এস আই দেবব্রত দাস বলেন, তদন্ত প্রায় শেষের দিকে আগামী ২/৩ দিনের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রেরণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই নাম্বারের দুটি মোটরসাইকেল উদ্ধার এবং মালিক সনাক্ত হলেও এজাহারভুক্ত আসামী দুই জন ছাড়া অন্য কাউকে আসামী করা হয়নি।

দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি (আঘাতপ্রাপ্ত পা নিয়ে) আবারো ঝিকরগাছায় সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন ডা. কাজী নাজিব হাসান। সোমবার সকালে স্থানীয় সংবাদকর্মীদের সাথে কথা হলে তিনি বলেন, একই নাম্বারের দুটি মোটরসাইকেলের মালিকসহ ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া উচিত।

 

খুলনা গেজেট/এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!