যশোরের ঝিকরগাছার পল্লীতে অজ্ঞাত (২৬) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার কাটাখাল কলোনি সংলগ্ন জাফরের বাড়ির পাশে এ যুবকের মৃত্যু হয়।
ওই বাড়ির ভাড়াটিয়া আলীম ড্রাইভার বলেন, মৃত যুবক তার সাথে ৭/৮ বছর আগে গাড়িতে হেলপারি করতেন। সে তার বাড়ি থেকে ছোটবেলায় বের হয়ে আসে। সে নিজের নাম ঠিকমত বলতে পারতো না, তাই তাকে ডিপজল নামে ডাকা হতো। ছয়দিন আগে ডিপজল ঝিকরগাছায় আলীমের বাড়িতে যায় এবং তার লিভার ক্যান্সার হয়েছে বলে জানায়। সে অনেক অসুস্থ ছিলো ও তার কবিরাজি চিকিৎসা চলছিল। এরই মধ্যে শুক্রবার রাত ৯টার দিকে তাকে বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়।
এদিকে, যুবকের মৃত্যুর খবর শুনে ঝিকরগাছা থানার সাব ইন্সপেক্টর সুমন বিশ্বাস শনিবার সকালে গ্রামের ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিচয় শনাক্ত করতে পিবিআই যশোর শাখার সাব ইন্সপেক্টর স্নেহাশিস দাস তার টিম নিয়ে ঘটনাস্থলে যান। এসআই স্নেহাশিস দাস বলেন, উক্ত যুবকের ফিংগার প্রিন্ট ম্যাচ করিয়ে পরিচয় উদঘাটনের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি বাংলাদেশের ভোটার তালিকায় নিবন্ধিত হননি। এ জন্য পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভুঁইয়া বলেন, খবর শুনে আমি থানা থেকে ফোর্স পাঠিয়েছিলাম। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো ওয়ারেশ না পাওয়ায় মৃতদেহ আঞ্জুমান মফিদুলকে দাফনের জন্য দেওয়া হয়েছে। তবে তার পরিচয় উদঘাটনের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/কেডি