লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এজাজ হাসান, জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার, জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারান সম্পাদক গোলাম আজম খান সৈকত।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া উপস্থিত ছিলেন। তাকে নিয়ে জেলার নেতারা আইনজীবী সমিতির সামনে দিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ৫ নেতাকর্মী আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার বলেন, ‘নাগরিক সমাজের উদ্যোগে একটি সমাবেশ চলাকালে বিএনপির নেতাকর্মীরা উশৃঙ্খল বক্তব্য দেওয়ায় তাদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে মারধর করা হয়নি।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) খলিলুর রহমান জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
খুলনা গেজেট/ এস আই