বাংগালীর প্রাণের বই মেলার আজ ১২ তম দিন। বাংলা একাডেমী ও তার পাশে অনুষ্ঠিত এবারের একুশের বই মেলা আস্তে আস্তে জমতে শুরু করেছে। গতকাল শুক্রবার সকাল বেলা ছিল শুধুমাত্র শিশুদের জন্য উন্মুক্ত। শিশুদের হৈ চৈ আর বই কেনা নিয়ে ছিল মেলা জমজমাট। প্রতিদিন বইমেলায় আসছে নতুন নতুন বই। নতুন বইয়ের মধ্যে সব রকমের বই থাকলেও কবিতা, গল্প ও উপন্যাস বেশি। গতকাল পর্যন্ত ১ হাজার ১৬৯ টি নতুন বই মেলায় এসেছে। শুধুমাত্র গতকাল এসেছে ২৪৯ টি।
প্রতিবারের মত এবারও হুমায়ুন আহমেদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি। তাছাড়া জাতির পিতার জীবনি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলী নিয়ে রচিত বই অধ্যাপক জাফর ইকবাল, আসিফ নজরুলের বই পাঠকদের চাহিদা বেশি। আরিফ আজাদের বইও পাঠক প্রিয়তা পেয়েছে।
লেখিকা সামিরা রহমানের বিষন্ন বিকেল পাঠকদের মন জয় করেছে। ইংরেজি সাহিত্যের ছাত্রী সামিরা তার বিষন্ন বিকেল এর মাধ্যমে আমাদের সমাজের চাওয়া পাওয়া, পূর্ণতা অপূর্ণতা প্রাপ্তি অপ্রাপ্তি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তার লেখার ঢংয়ের মধ্যে শরৎচন্দ্রের সাহিত্যের কিছুটা আবহ পাওয়া যায়। দূরে থেকে কাছে আর কাছে থেকে দূরে কি করে অনুভব হওয়া তা তার লেখেনির মধ্যে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসের মূল চরিত্র জেবিনের মধ্যে দিয়ে লেখিকা মধ্যবিত্ত সমাজের চিত্র বাস্তবে রূপ দিয়েছেন।
খুলনা গেজেট/এনএম