কেরোসিন, ডিজেল, জ্বালানী তেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১২ নভেম্বর) বিকালে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। নিম্ন আয়ের মানুষসহ সাধারণ মানুষের কথা বিবেচনা করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল শেষে কাটিয়া এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে দলটি।
সাতক্ষীরা জেলা বিএনপির আহব্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম, চেয়ারম্যান আব্দুর রউফ, হবিবুর রহমান হবি, আবু জাহিদ ডাবলু , ইহসানুল কাদির প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনস্বার্থকে তাচ্ছিল্য করে অত্যাবশ্যকীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি করে আসছে। দেশে কেরোসিন ও ডিজেলের দাম শতকরা ২৩ ভাগ বৃদ্ধি করে ৬৫ টাকা থেকে ৮০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাসের দাম ৪ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি করে ১২ কেজির মূল ১ হাজার ২৫৯ টাকা থেকে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বক্তরা আরো বলেন, ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য বাড়ায় জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সেচ পরিবহনসহ সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির শেষ থাকবে না।
বক্তরা আরো বলেন গণবিরোধী আওয়ামী সরকার জনগণকেই শক্রপক্ষ বলে মনে করে। এই কারণে জনগণের বিরুদ্ধে তাদের প্রতিহিংসা হিংস্র রূপ ধারণ করে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে জবাবদিহি করতে হয়না বলেই জনমতকে উপেক্ষা করে ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে।
খুলনা গেজেট/এএ