খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

জ্বালানি তেলের দাম বেড়ে ১১০ ডলার

গেজেট ডেস্ক

নানা পদক্ষেপের পরও ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের বাজারে সবচেয়ে অস্থিতিশীল অবস্থায় রয়েছে তেলের দাম। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম। বুধবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ১১০ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০৯ ডলার। এই দুই ধরনের তেলের দামই গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সৌদি আরবের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে।

ফলে সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তি সংস্থার ৩০টি সদস্য দেশ জরুরি মজুদ থেকে ৬ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত হয়েছে। তবে, এতকিছুর পরও কমানো যাচ্ছে না জ্বালানির দাম।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়ার তেলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের সদস্যদের বড় একটি অংশ রাশিয়ার ওপরে তেল নিষেধাজ্ঞা জারি করার পক্ষে।

এদিকে এক বিবৃতিতে আইইএ জানিয়েছে, আঁটসাঁট হয়ে থাকা বৈশ্বিক তেলের বাজার এবং দামের ঊর্ধ্বগতির অস্থিরতার মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এ অস্থিরতাকে আরো প্রকট করে তুলেছে। এ কারণে দাম এখন বেড়েই চলেছ।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!