খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

জোয়ারের পানিতে প্লাবিত করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। বৃহস্পতিবার (২০ আগস্ট) পশুর নদীর পানি ৩ থেকে সাড়ে তিন ফুট বৃদ্ধি পাওয়ায় করমজলের অভ্যন্তরের রাস্তাসহ বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। রাস্তার উপর অন্তত এক থেকে দেড় ফুট পানি উঠে যায়।

তবে করমজলে থাকা কোন বন্য প্রাণির শেডে পানি ওঠেনি। শেডের মধ্যে থাকা হরিণ, কুমির, কচ্ছপসহ অন্য সব প্রাণি স্বাভাবিক ও নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

এদিকে দুপুর থেকে বিকেলের জোয়ারের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, রামপাল ও চিতলমারীর বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।দড়াটানা ও ভৈরব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র রাহাতের মোড়, কাপড়পট্টী, পুরাতন বাজারসহ বেশকিছু এলাকার মূল সড়ক পানির নিচে তলিয়ে ছিল কয়েক ঘন্টা। তবে জোয়ারের পানি বৃদ্ধি পেলেও জেলার কোথাও মৎস্য ঘের ডুবে যাওয়ার কোন খবর নেই বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে হঠাৎ জোয়ারে পশুর নদীর পানি বৃদ্ধি পায়। দেখতে দেখতে করমজল এলাকা তলিয়ে যায়। করজলে হাটার জন্য তৈরি উচু রাস্তায় এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে যায়। তবে আমাদের শেডের মধ্যে থাকা কোন প্রাণির সমস্যা হয়নি। কারণ শেডে জোয়ারের পানি প্রবেশ করেনি।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!