ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি গত ২৭ বছর। তবে সে ধারা ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অধিনায়ক জেসন হোল্ডার। আর সাহসী সিদ্ধান্তটি কাজে লাগেনি ক্যারিবিয়ান অধিনায়কের। বরং দুই ইংলিশ ব্যাটসম্যান ডম সিবলি এবং বেন স্টোকসের জোড়া শতকে ভর করে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা।
প্রথম দিন শেষেই বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে রেখেছিল ইংলিশরা। ৩ উইকেট হারিয়ে তুলেছিল ২০৭ রান। সতর্ক ব্যাটিংয়ে সিবলি ৮৬ এবং স্টোকস ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। দ্বিতীয় দিন শুরু করে অনেক বেশি সতর্ক ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটসম্যান। প্রথম সেশনে তোলেন মাত্র ৫৭ রান।
যেখানে স্টোকস ৪০ রান করলেও সিবলির অবদান ছিল মাত্র ১৫ রান। ওই ১৫ রানের মধ্য দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পান ২৪ বছর বয়সী ওপেনার সিবলি। লাঞ্চ থেকে ফিরে এসে সেঞ্চুরি তুলে নেন স্টোকসও।
সিবলির আউটে ভাঙে এ জুটি। আউট হওয়ার আগে এ ইংলিশ ব্যাটসম্যান করেন ১২০ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৫০ রান করেছে ইংল্যান্ড। যেখানে বেন স্টোকস অপরাজিত আছেন ১৫৮ রান করে।
খুলনা গেজেট/এএমআর