খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

জোড়াগেট কোরবানির পশুর হাট শুরু ১০ জুন

নিজস্ব প্রতিবেদক 

নগরীর জোড়াগেটে কেসিসি পরিচালিত কোরবাণির পশুর হাট পরিচালনা কমিটির এক সভা কমিটির আহবায়ক ও মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আগামী ১০ জুন দুপুর ১২ টায় নগরীর জোড়াগেটে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হবে। সোমবার (৩ জুন) দুপুরে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে পশুর হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহমেদ। এছাড়া সভায় প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখা, ক্রেতা বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড নির্মাণ, হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত রাখা, নগরীর অবৈধ হাট উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা, জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থাসহ ঈদের দিন পশুবর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেসিসি’র হাট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ ও কাউন্সিলর মো: ইমরুল হাসান, সদস্য সচিব কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, সদস্য প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: আলী আকবর টিপু, ইমাম হাসান চৌধুরী ময়না, মো: শফিকুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রাফিজা, রোজি ইসলাম নদী, প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, বাজার সুপার এম এ মাজেদ, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!