খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগের
পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, যুবলীগ নেতা হারুন অর রশিদ, দিঘলীয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক গবিন্দ ঘোষ ও যুবলীগ নেতা জিয়াদুল ইসলাম জিয়া।
সভাপতির বক্তৃতায় জেলা যুবলীগের সভাপতি বলেন, সাবেক ছাত্রলীগের ত্যাগী ও দুঃসময়ে কর্মীদের প্রাধান্য দেয়া হবে। ৯টি উপজেলায় কর্মীসভার মাধ্যমে মুজিব আদর্শের যুবলীগের কর্মীদের দলের প্রাথমিক সদস্য করা হবে। যুবলীগের সক্রিয় কর্মীদেরকে এখানে প্রাধান্য দেয়া হবে।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি