খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

জেলা প্রশাসকের বরাবর নন এমপিও শিক্ষকদের স্মারক লিপি প্রধান

গেজেট ডেস্ক 

খুলনা নন এমপিও শিক্ষকদের এমপিও করার দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলার নন এমপিওশিক্ষক পরিষদের সভাপতি নাজমুন নাহার ও সাধারন সম্পাদক আলী রেজা তোয়াব স্বাক্ষরিত স্মারকলিপি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের নন এম পিউ শিক্ষা প্রতিষ্ঠান এম পিউ করণ, এম পিউ করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে ৪ দফা প্রস্তাবনা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকরা জানান, পতিত সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। জুলাই-আগষ্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি। আপনার (শিক্ষা উপদেষ্টা) গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে। আপনার এ স্বপ্নযাত্রায় আমরাও আপনার সহযাত্রী হতে প্রস্তুত।

নন এমপিও শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা বলী।

১. শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন এমপিও, শিক্ষা প্রতিষ্ঠানে অবন্য হওয়া সত্বেও শুধুমাত্র নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা থেকে বঞ্চিত চরমভাবে বৈষম্যের শিকার ।
২. কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি । অনেক শিক্ষক কর্মচারী অবসরে গেছেন কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগের শোকে মৃত্যুবরণ করেছেন।
৩. এমপি ভুক্ত একটি চলমান প্রক্রিয়া , সরকার প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করেন । দুঃখের বিষয়, বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিল পূর্বক এমপি ভুক্ত করেছেন।
৪. প্রতিবছর বাজেটে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপি ভুক্তকরণ বন্ধ রাখা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!