খুলনা জেলার ৯ টি উপজেলার মধ্যে নাগরিক সেবা ও নথি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম পেলেন আইসিটি এওয়ার্ড ২০২০-২১। শনিবার (২৬ জুন) খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহান্মদ হেলাল হোসেন পিএএ ২০২০-২১ সালের বার্ষিক আইসিটি এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কারের ক্রেষ্ট তুলে দেন।
এদিকে, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আইটিসি এওয়ার্ড পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে দিঘলিয়া উপজেলার বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন।