খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪
জেলা ছাত্রলীগের স্মরণসভা ও দোয়া মাহফিল

এসএম মোস্তফা রশিদী সুজার ২য় মৃত্যু বার্ষিকী ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক

জেলা আ’লীগের প্রয়াত সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার ২য় মৃত্যুবার্ষিকী ২৭ জুলাই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন বর্ষিয়ান রাজনীতিক, ক্রীড়া সংগঠক, নাট্য অভিনেতাসহ বহুমুখী প্রতিভার অধিকারী বলিষ্ঠ ব্যক্তিত্বের শুণ্যতার সৃষ্টি হয়।

প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজা ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাটের ফকিরহাটে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি প্রথম পৌর কমিশনার নির্বাচিত হন। একই সময়ে বর্তমান কেসিসি মেয়রও পৌর কমিশনার নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৬ সালে খুলনা-২ থেকে তিনি প্রথম এমপি নির্বাচন করেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে তিনদফায় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকে তিনি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্র গঠন করেন। মোস্তফা রশিদী সুজা এই ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ইলিয়াস চৌধুরির মৃত্যুর পর তিনি আবাহনী ক্লাবের সভাপতি হন।

তিনি একজন নাট্য অভিনেতাও ছিলেন। ছিলেন খুলনা নাট্য নিকেতনের সভাপতি। তেরখাদার চিত্রা মহিলা কলেজ, দিঘলিয়ার মোস্তফা রশিদী সুজা মহিলা কলেজ, রূপসা মহিলা কলেজসহ অসংখ্য মাদ্রাসা, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন এই জনপ্রতিনিধি। গত বছরের ১৭ জুন জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম এসএম মোস্তফা রশিদী সুজার সহধর্মিনী খোদেজা রশিদী ইন্তেকাল করেন।

আ’লীগের কর্মসূচি : জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজা’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আ’লীগের উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম, বাদ মাগরিব স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আ’লীগ সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

জেলা ছাত্রলীগের স্মরণসভা ও দোয়া মাহফিল : খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে মরহুমের স্মৃতিচারণ করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, রফিকুর রহমান রিপন, অসিত বরণ বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, মোঃ লাবু, জামিল খান ও বিধান চন্দ্র রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মারুফ হোসাইন, মিরাজুল ইসলাম, মহিদুল ইসলাম মুহিদ, জাকারিয়া রহমান ওমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম তানভীর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক আশিক তানভীর, প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার, ওলিউর জামান সানি, শাহীন আলম রাজ, কবিরুল ইসলাম, শেখ রাসেল, অনুপম মন্ডল, মোঃ মিথুন সরদার, পলাশ রায়, রাকিব মাহমুদ, লিখন আহম্মেদ, কাওসার আহম্মেদ, মোঃ রাকিব, এসএম আবিদ হাসান ফাহিম, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, শাহাদাত হোসেন দিপু, রাসেল সরদার, তরিকুল ইসলাম বাবু, রবিউল ইসলাম, সাবির হোসেন মাজিন, জুবায়ের গোলদার, হৃদয় হোসেন, সাদ হোসেন, মোঃ আবির, রায়হান শিকদার, মেহেদি হাসান রাজু, রুবায়েদ আহম্মেদ, ছাব্বির হোসেন ও মিরাজ তালুকদার প্রমুখ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে মরহুম জননেতা এসএম মোস্তফা রশিদী সুজা ও তার সহধর্মিনী খোদেজা রশিদীর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!