কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী (৬৫) ও মিরাজ নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (১৯ মে) রাতে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার ভূতপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী। তবে মিরাজ নামে অপরজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মরদেহ দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি