খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির

গেজেট ডেস্ক

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামকে অবিলম্বে জুলুমের দায়ে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা জানান।

বিবৃতিতে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো অফিসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর প্রশাসন কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, প্রথম আলো অফিসের সামনে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন, তাদের সাথে আলোচনায় না বসে উল্টো যৌথবাহিনীকে দিয়ে হামলা করানোর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সহিংসতা উস্কে দেয়ার দায় নিয়ে সরকারকে শান্তি ফিরিয়ে আনতে হবে। ভিডিওতে চিহ্নিত হামলাকারী পুলিশ সদস্য ও হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

এতে আরো বলা হয়, বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমস- এর মতো পাশ্চাত্য গণমাধ্যমগুলোর প্রধান কার্যালয়ের সামনেও প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার নজির রয়েছে। এটি অস্বাভাবিক কিছু নয়। সরকারকে মনে রাখতে হবে, নির্বিঘ্নে জনসভা ও মতপ্রকাশের অধিকারে আঘাত চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনারবিরোধী।

তারা আরো বলেন, ‘আমরা প্রথম আলো ও ডেইলি স্টারকে পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে এদেশে ভারত ও আমেরিকার ওয়ার অন টেরর এজেন্ডার অন্যতম সারথী মনে করি। এদেশে আলেম-ওলামা ও ইসলামপন্থীদের রাজনৈতিক ক্ষমতা ও সাংস্কৃতিক প্রভাব দমনকল্পে তাদের গোয়েন্দা সংস্থার যোগসাজশে ‘জঙ্গি’রূপে চিত্রিত করতে পত্রিকা দুটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর ফলে গত দেড় দশক ধরে মিথ্যা ‘জঙ্গি’ অপবাদে অসংখ্য মাদরাসাছাত্র, আলেম-ওলামা ও ইসলামপন্থীকে কারাগার ও রিমান্ডে সীমাহীন নির্যাতনের শিকার হতে হয়েছে। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমনকি প্রমাণহীনভাবে কোনো কোনো সেনাসদস্যকেও ‘জঙ্গি’ অপবাদ দিয়ে তাদের জীবন বিপন্ন করেছে প্রথম আলো।

তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে কেন জনরোষ গড়ে উঠেছে তা সরকার ও নাগরিক সমাজকে আন্তরিকভাবে বুঝতে হবে। ২০১৩ সালের ৫ মে হেফাজতের ওপর যখন ফ্যাসিস্ট হাসিনার দলীয় ও রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করে, তখন আমাদের ন্যায্য প্রতিরোধকে ‘তাণ্ডব’ আখ্যা দেয় প্রথম আলো। ২০০৭ সালে পত্রিকাটি হজরত মুহাম্মদ স:-এর ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে গণরোষের মুখে ক্ষমা চেয়েছিল। এদেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে ভারতের দালালি করে টিকে থাকা যাবে না। ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি। তার দোসররাও পারবে না, ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!