ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। শুক্রবার (১৮ জুলাই) সকালে নগরীর বুসপাড়া কবরস্থানে শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপস্থিতিদের মধ্যে ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ডিসিটি কাজী মো: ইমরুল হাসান, নিরাপত্তা সুপার মো: আলমগীর কবির বিশ্বাস, শহিদ শেখ মো: সাকিব রায়হানের পিতা শেখ মো: আজিজুর রহমান ও মাতা নুরনাহার বেগম, রাজনৈতিক নেতৃবৃন্দে মধ্যে সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মো: হাফিজুর রহমান মনি, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা ইশতিয়াক উদ্দিন লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী-সোনাডাঙ্গা থানার সাধরণ সম্পাদক নাঈমুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহানগর নেতা ইমরান আহমেদ, এনসিপি’র মহানগর সংগঠক খান আহমেদ হামীম রাহাত, সিদ্দিকিয়া মহিলা মাদরাসা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সিদ্দিকিয়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল লিটনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, শেখ মো: সাকিব রায়হান ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকাস্থ মিরপুর ১০ নম্বরে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে অংশগ্রহণ করেন এবং পুলিশের সাথে আন্দোলনকারীদের এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। ২০ জুলাই খুলনা মহানগরীর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। নগরীর ১৮নং ওয়ার্ডস্থ গোলাম মোক্তাদির সড়কের নবপল্লী এলাকার বাসিন্দা শেখ মো: সাকিব রায়হান ঢাকা মিরপুরস্থ বায়তুল সবুর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রশাসক মো: ফিরোজ সরকার সাবিক রায়হানের পরিবারের হাতে কেসিসি’র পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।এ সময় তিনি শহিদের শোকসন্তপ্ত পরিবার কে সান্তনা প্রদান করেন।
খুলনা গেজেট/এসএস