খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

জুমার কারাবাস : বিক্ষুব্ধ ২৮ অনুসারী গ্রেপ্তার

আন্তর্জা‌তিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) আদালত অবমাননার দায়ে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন। এতে তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছেন।

গত কয়েকদিন ধরে চলা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। কোয়াজুলু নাটাল প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা জনসাধারণের সঙ্গে সহিংস আচরণ, চুরি, সম্পত্তির ক্ষতি ও ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন।

কোয়াজুলু নাটাল প্রাদেশিক পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জে নিকার বলেছেন, এমপাঞ্জেনি এলাকায় যেখানে সড়ক বিচ্ছিন্ন করা হয়েছিল, সেখান থেকে পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। বাকিদের প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে।

কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, যারা লোকজন জড়ো করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে উৎসাহ দিচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানো শুরু করেছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে নেমেছে।

‘ফ্রি জ্যাকব জুমা’ ব্যানারে অনুসারীরা জুমার মুক্তির দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শুক্রবার রাতে কোয়াজুলু নাটাল প্রাদেশিক হাইওয়েতে তারা একযোগে ২৩ ট্রাকে অগ্নিসংযোগ করেন। বর্তমান পরিস্থিতিতে জ্যাকব জুমার স্বাস্থ্যের বিষয়ে ‘জুমা ফাউন্ডেশন’ উদ্বেগ জানিয়েছে। গত ৮ জুলাই সাবেক এ রাষ্ট্রপতিকে কারাগারে পাঠানো হয়। তাকে ১৫ মাসের কারাদেশ দেওয়া হয়েছে।

২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জ্যাকব জুমা। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের তদন্ত শুরু হওয়ার পর তাতে সহযোগিতার জন্য জুমাকে আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দেন তিনি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!