খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের গুপিরায়ের বেড় গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের প্রতিবন্ধী কন্যা খালেদা খাতুন (৩০) কিডনি, ফুসফুস, লিভারসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। অভাব অনটনের কারণে ঠিকমতো ঔষধ কিনতে পারছেন না। নুন আনতে পান্তা ফুরায় পরিবারটির। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য সকলের সাহায্যে বাঁচতে চান তিনি।
পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, খালেদা খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবার তাকে বিবাহ দিতে পারেননি। ভাই উজ্জ্বল হোসেনের সংসারে থাকেন তিনি। পরিবারটি নিজস্ব কোন জায়গা জমি নেই। অসহায় পরিবারটিকে বাঁচাতে তার ভাই উজ্জ্বল হোসেন ও পরিবারের সদস্যরা গ্রামবাসীর কাছ থেকে আর্থিক সাহায্য ও সকলের সহযোগিতায় প্রায় চার মাস যাবত চিকিৎসা করিয়েছেন। বর্তমানে তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন আছেন। ঠিকমতো ঔষধ কিনতে পারছেন না তার পরিবারটি। অসহায় খালেদা খাতুনের চিকিৎসার জন্য দেশ-বিদেশে বসবাসরত সকলের কাছে সাহায্যের দাবি জানিয়েছে তার পরিবার।
অসুস্থ খালেদা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়বো কখনো ভাবতে পারিনি। টাকার অভাবে ঔষধ কিনে খেতে পারছি না।
তিনি তার চিকিৎসার জন্য দেশ বিদেশে অবস্থানরত সকলের কাছে আর্থিক সাহায্য দাবি করেন। সাহায্য পাঠাতে পরিবারের মোবাইল নাম্বার ০১৯৮৪৮৮৯০১১ তে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।
খুলনা গেজেট/এনএম