খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

জীবন পরিক্রমা; কান্না হাসির ছোঁয়ায়

আব্তুস সালাম খান পাঠান

১.

কখনো জীবন-স্রোত থেমে যায়!
কর্ণফুলী নদীর-খরস্রোত সাগর মোহনায় মিশে যায়,
– চৈত্রে, শুকায় নদীজল, মাটি চৌচির, বুকে জ্বলে অনল।
খর-উত্তাপে জ্বলে, বাঁশঝাড়-ফুলবন। গজারি, শালবন।
কালো ধোয়ার, বিষাদ ছায়ায়, দাবানলে
– জ্বলে উঠে; বন-উপবন। কতো কায়ক্লেশে;- এ
– মানব জীবন। এই মৌসুমে শুকায় লেকের জল!!
অমাবস্যার রাতের অন্ধকারে, আকাশের দেখা যায় না
– জোৎস্নাতারা। ডুবে যে চাঁদ!

ঋতুবদলে, বর্ষা বাদলে বৈকালী প্রহরে আকাশের
চাঁদ অকস্মাৎ ডুবে যায়। ডুবে রঙধনু রঙের সুন্দর উজ্জ্বল আভা,
– ডুবে – নীলাকাশের, ওই সোবহে সাদেকে, ভোরের ধ্রুবতারা।
বয়স বাড়লে, দৃষ্টিনন্দন চোখ ঝাপসা হয়ে যায় –
জীবন তরঙ্গে, কখনো চোখের জ্যোতি কমে যায় –
বার্ধক্য এলে, জীবন বৈচিত্র্য বদলে যায়;
মোহমায়া জালে আবদ্ধ যে হৃদয়,
সুখ খুঁজে ধু ধু – মরু প্রান্তর – যেখানে,
মরু-সাহারায় মরুর জাহাজ চলে, উটের পিঠে মানুষ চড়ে –
দূর-দূরান্তর সফর করে নির্দ্বিধায়, শান্তি, নিরাপত্তায়।

২.
কখনো পাহাড়ী ঢলে, ‘পাহাড়-বসতি মানুষ’
অসহায়। দুর্যোগে, ধৈর্য্য, সাহসে
জীবন স্রোতে-সংসার পরিক্রমায়। কেবল-স্মৃতি,
কান্না-হাসির ছোঁয়ায়।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!