খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি
  নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা
  ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

জীবন নদীর মোহনায়, প্রকৃতির রূপ

আবদুস সালাম খান পাঠান

১.

প্রকৃতি ও জীবন মাঝে, প্রত্যহ নতুন আবেশে
ভালোবাসার গহীন বনে; পুষ্প উদ্যান খুঁজেছি ।
বাদলা দিনে, বৃষ্টিঝরা সন্ধ্যায় বাতায়ন খুলে স্নিগ্ধ
হাওয়ায়, পৃথিবীর অনাবিল শান্তি-সুখ কামনা করেছি ।
আকাশের মেঘমালায়, মিটি মিটি তারায়, কবিতার
পংক্তিমালায়-ছন্দের ঝংকারে, গড়েছি মায়াবী বন্ধন ।’
বাংলার সবুজ প্রাকৃতিক মনোরম শোভায়,-গারো
-পাহাড়’ , বিরিশিরির সবুজ ঘাসের শিশিরে-
আঁকাবাঁকা পথে, কতো পায়ে হেঁটেছি, করেছি
-বিজয়নগর ভ্রমণ!

রাঙামাটি বনরূপার লেকের পাড়, ঝর্ণার ধারে
বসে দেখেছি, মনোরম দৃশ্য, অপরূপে অনুক্ষণ ।
পতেঙ্গা, কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেছি, প্রবল
-জোয়ার, গোধূলি সন্ধ্যায় সমুদ্র সৈকতে দেখেছি
এক মায়াবী সৌন্দর্যের রক্তিম সূর্যাস্তচল ।
ভাসমান প্রবালের দৃশ্যে, চোখমেলে পাশে
দেখেছি, সবুজ গুল্মের ঝাউবন, হৃদয়ের উষ্ণ –
অনুভবে একাকার করেছি হৃদয়, তপ্ত অনুরাগে –
প্রানোচ্ছল! স্পর্শকাতর নয়ন ।

২.
আকাশের নীলিমায় মেঘমালা সাঁঝে ডুবে
চাঁদ, গ্রহতারা ডুবে যখন নিমিষে,-
মহুয়াবনের ধার ফুলে ফুলে ভরে, বসন্ত
ঋতুর রঙিন আবেশে ।
এদেশের মাটির মায়ায়, বালুকা মসৃনে, জমে
– রয় বুকে, প্রানান্ত আবেগ, দেশপ্রেম, আকুলতা,
– স্নেহমায়া ভরা, শাশ্বত ঋণ । সোনালি ফসলে ভরা মাঠ,
রঙিন । গ্রামের সৌন্দর্য, নরম ঘাসের উঠোন, সুন্দর অমলিন
বৃক্ষলতা, পত্র পল্লব ছায়ায়, শীতল মন, বেদনাবিহীন,
মায়ের স্নেহমায়া, আদর সোহাগে, মুক্তার
শীতল পাটিতে, শাড়ির আঁচলে শুয়ে থাকা শৈশবে,
ভালোবাসার প্রগাঢ় বন্ধন ।
জীবন নদীর মোহনায় প্রকৃতির বৈচিত্র্যে জাগে নতুন স্পন্দন ।

Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!