খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
  সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত : আপিল বিভাগ

জীবনের রঙ বদলায় ।।

আবদুস সালাম খান পাঠান

১.
কালের বিবর্তনে জীবন-যাত্রার অনেক কিছু বদলে যায়,
বদলে যায়; প্রকৃতি ও জীবনের রূপ,
বরফগলা হিমালয়, এভারেস্ট দৃশ্য-কাঞ্চনজঙ্ঘার
– অপরূপ |
ঋতু-বৈচিত্র্যে মনের ভাবনা বদলে যায় –
সবার মন যে অনুরাগে, নতুন
করে মাতায় ।

উই-পোকার ভগ্ন-স্তুপের মতো জীবনের নিঃশ্বাস
ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যায় ।
মাটির উর্বরতায় সবুজ ফসলের সুন্দর পাতা গজায় ।
ভোরের শিশিরে, জানালা খুলে, আমের মুকুলে,-
– বকুল ফুলে, গোলাপের গন্ধে, স্নিগ্ধ বাতাসে,-প্রাণ যে জুড়ায় ।

চৈত্র-তাপদাহের ঘর্মাক্তে, বৃক্ষছায়ার বিশ্রামে, শীতল-
পাটিতে শুয়ে-বসে প্রাণ যে; জুড়ায় । জীবনের সব
-ক্লান্তি পোহায় । পাখিরা গাছের ডালে পাহারায় ।
মানব জীবনের, নিজের স্মৃতিকথা, আত্মকথা
লিখা থাকে কারও কারও বীরত্ব, কীর্তি-যশতা,
-জীবনের হালখাতায় ।

অপূর্ব সুন্দর স্মৃতিসৌধে তাজমহল গড়ে উঠে,
মমতাজপ্রেম, শাহজাহানের মনের তপ্ত
আবেগ জড়িয়ে রয়, গভীর ভালোবাসা মমতায়,
জীবনের সুখ-স্মৃতির রঙ বদলায় ।

২.
ঈশা খাঁর, সোনার গাঁ, এগারোসিন্দুর কীর্তিময়
জীবনালেখ্য বীরত্বগাঁথায় । জঙ্গলবাড়ী –
ঐতিহ্যের স্বাক্ষর ইতিহাসের পাতায় ।
ঈশা খাঁ স্বর্ণময়ী প্রেম’ সিরাজীর উপন্যাসের
-আবেগধারায়, জীবনের রূপ বদলায়, নতুন ভাবনা
চিন্তাধারায় ।

মধুসূদন কৃতিত্বে, বাংলা কবিতা সনেট
অমিত্রাক্ষর-ছন্দ, সাহিত্যে অমর অক্ষয়, যুগে যুগে
-থেকে যায় ।

কবিতা ছন্দ-রেখা আধুনিকতায় ছেয়ে যায় ।
-মানুষের জীবন-জীবিকা, কৃষ্টি ও সভ্যতা, আজি
নতুন তরঙ্গ-রঙে জীবনের হালচাল বদলায় ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!