শরৎ এর এই মেঘলা ফিস ফিসে
বৃষ্টি স্নাত চন্দ্র রাতে
একাক্ষ এই নির্জন রাতে,
ফির ফিরে বাতাসে ভেসে আসছে
হারানো সেই স্মৃতি জড়ানো
শৈশব থেকে কৈশরের পর্দার্পণ
এর আগ্র যাত্রার কথা।
ঐ সেই ক্ষণে ছিল না কোনো মায়া
ছিল না কোনো বিশ্বাস ভঙ্গতা,
ছিল না কোনো আশা,
ছিল না কোনো চাওয়া,
ছিল না কোনো দায়িত্বের ভার
বুঝতাম না বন্ধুত্ব কি ,
জানতাম শুধু বড় হতে হবে,
চাকরি করতে হবে,
গাড়ি আর প্লেনে চড়ে বিদেশ ঘুরতে হবে।
আহ কত ই না সুন্দর অবুঝ মন আমার।
কিন্তু আজ এইক্ষণে, আমার সেই অবুঝ মন
দাঁড়িয়ে আছে বিচারকের কাঠ গড়ায়,
এক দিকে আছে বয়স্ক পিতা-মাতা,
এক দিকে ক্যারিয়ার গড়ার চিন্তা,
তো অন্য দিকে আছে ভুল
মানুষ গুলোকে ভালোবেসে কষ্টের তীব্রতা বহন করা।
সাথে আছে এই অসুস্থ শহরের
অসুস্থ মানসিকতার সাথে ওঠা-বসা।
তবুও এই বেশ ভালো আছি।
খুলনা গেজেট/ এএজে