জীবননগরে লকডাউন অমান্য করায় দ্বিতীয় দিনে ৯ জনকে জরিমানা, ১জনকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর শহর ও হাসাদহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্র থেকে জানা গেছে, অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালে বিধিনিষেধ অমান্যকরণের দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার ৯ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা ও পৌর এলাকার রাজনগর পাড়ার আব্দুল খালেকের ছেলে তোতা মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশ সদস্যরা।
খুলনা গেজেট/ এস আই