চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভুয়া চিকিৎসক পরিচয় ব্যবহারকারীকে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুন) দুপুরে জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।
ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী হলেন, পৌর শহরের ৫নং ওয়ার্ডের মৃত আয়ব আলীর ছেলে আক্তারুজ্জামান চঞ্চল। সে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করে পৌর শহরের মুক্তিযুদ্ধা রোড়ের মেসার্স খন্দকার মেডিকেল হলে দীর্ঘদিন চিকিৎসা ব্যবসা করতেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোস্তাফিজ রহমান সঙ্গে নিয়ে ওই ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান পরিচালনা করে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন মানুষজনকে চিকিৎসা দিয়ে আসছে। প্রেসক্রিপশনে লিখিত ঔষধের বাহিরে কোন ঔষধ তিনি দিতে পারেন না এবং তার সনদের কাগজ পত্র ভুয়া হিসেবে প্রমাণিত হয়। মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী ১০০০০০ টাকা জরিমানা করা হয়।
ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
এসময় অভিযানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ও থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
খুলনা গেজেট/ এস আই