জীবননগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা ফরিদা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) ভোর রাতে উপজেলার বেনিপুর গ্রামে নিজ বাড়িতে ওই নারীর মৃত্যু হয়।
মৃত ফরিদা খাতুন উপজেলার বেনিপুর গ্রামের ফকরুদ্দীন বিশ্বাসের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, জ্বর, কাঁশি ও ঠান্ডায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে এলে করোনা পজেটিভ শনাক্ত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। তার পর থেকেই নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে কিছুক্ষনের মধ্যে তার মৃত্যুু হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিমা আখতার জানান, করোনা উপসর্গ নিয়ে ১৪ জুন হাসপাতালে এসে নমুনা পরীক্ষা করান ফরিদা। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয় এবং তিনি নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
খুলনা গেজেট/এমএইচবি