চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ৭টি স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি। শনিবার(২৫ মার্চ) সকাল ৮টায় উপজেলার মোল্লাবাড়ির মোড় থেকে মহেশপুর-৫৮ বিজিবি’র একটি টহল দল তাকে আটক করে। আটক জুয়েল হোসেন চুয়াডাঙ্গার দর্শনার দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
মহেশপুর-৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জীবননগরের নতুনপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে জুয়েল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার ওজন ৭১ ভরি চার রতি। দাম ৬৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা।
তিনি আরও জানান, সোনা জুয়েল হোসেন শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় আটক করা জুয়েল হোসেনকে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ এবং জব্দ করা সোনা ট্রেজারিতে জমা দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/ এসজেড