কঠোর লকডাউনের নবম দিনে জীবননগর উপজেলাবাসীকে সচেতন করতে উপজেলা প্রশাসক ও পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কর্মকর্তাসহ প্রধান প্রধান সড়ক ও বাজার পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর ও উপজেলা আওয়ামিলীগের নেতাকর্মীরা।
শনিবার (৩১জুলাই) সকাল ১১টার সময় এমপি টগর জীবননগর পৌর শহরের কাঁচা বাজার, গোশ বাজার ও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নানা কাজে বের হওয়া মানুষজন ও চলাচলকৃত মোটর চালিত যানবাহনকে সড়ক থেকে ফিরিয়ে দেন। মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী স্বাস্থ্যবিধি মেনে বিক্রয়ের জন্য বলেন।
পরিদর্শন শেষে এমপি টগর বলেন, প্রতিটি মানুষের জীবন বাচাঁতে লকডাউন দেওয়া হয়েছে, করোনাভাইরাসের সংক্রামন রোধে সকলকে নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসান, ক্যাপটেন তায়াসীন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোতুজা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এমএইচবি