চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যক্তিকে ২ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলার শাখারিয়া পিচমোড় ও জীবননগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
মোবাইল কোর্টের সূত্রে জানা যায়, শাখারীয়া (পিচ মোড়) ও জীবননগর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে করাত কল লাইসেন্স আইন ২০১২ এর ১২ ধারার অপরাধে মোঃ শফিকুল ইসলামকে ১ হাজার টাকা ও মোঃ আনারুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং জীবননগর বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে তিনশত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও জীবননগর বাজারে দোকানে ডিলিং লাইসেন্স ও ট্রেড লাইসেন্স করার জন্য দোকান মালিকগণকে নির্দেশ প্রদান করেন এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা কাজে সহযোগিতা করেন জীবননগর বনবিভাগ ও জীবননগর থানা পুলিশ।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।